আফগানিস্তানের তালেবান সরকারকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারকে পাক-সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ব্যাপারে হুঁশিয়ার করে দিলেন।

আফগানিস্তানের স্পিন বুলদাক ও পাকিস্তানের চমন সীমান্ত ক্রসিংয়ে গতকাল (রবিবার) পাকিস্তানের সীমান্তরক্ষী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সীমান্ত সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত এবং প্রায় ত্রিশ জন আহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, তাদের সীমান্তরক্ষীদের ওপর তালেবান বাহিনী হামলা করেছে। কিন্তু আফগানিস্তানের কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জাইদ বলেছেন: তালেবান ও পাক-সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণ হলো আফগানিস্তানমুখি নতুন নতুন চেক-পোস্ট স্থাপন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকালের সীমান্ত সংঘর্ষের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক টুইট বার্তায় তিনি তালেবান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন: চমন সীমান্ত ক্রসিংয়ে আফগান সীমান্ত বাহিনী এলোপাথাড়ি গুলি চালায়। যার ফলে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত এবং বহু আহত হয়। এই ঘটনাকে তিনি দুঃখজনক এবং নিন্দনীয় বলে উল্লেখ করেন। শাহবাজ শরিফ বলেন: আফগানিস্তানের  অন্তর্বর্তী তালেবান সরকারকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে।

বিগত ১৫ মাস ধরে তালেবান বাহিনী এবং পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে। সীমান্ত বিরোধ সমাধানে দ্বিপক্ষীয় বহু বৈঠক হলেও কোনো ফলাফল না হওয়ার পরিপ্রেক্ষিতে পাক-আফগান সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পার্সটুডে/এনবিএস/২০২২/একে 

news