রাশিয়ার তেল-গ্যাস বন্ধ করতে ইইউ’র বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কত তাড়াতাড়ি রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে দেবে তা নিয়ে আলোচনা  চালিয়ে যাচ্ছে। 

ব্যবসার অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হলেও, ইইউ রাশিয়ার তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এতদিন ধরে জার্মানি এই নিষেধাজ্ঞার পক্ষে ছিল না। কারণ, রাশিয়ার গ্যাস ও তেলের উপর জার্মানি অনেকটাই নির্ভরশীল। কিন্তু সম্প্রতি জার্মানি তাদের এ সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়েছে, ইইউ যদি এই নিষেধাজ্ঞা জারি করে, তাহলে তাদের আপত্তি নেই। তারপরই ব্রাসেলসে ইইউ-র এনার্জি বা শক্তি মন্ত্রীরা সোমবার থেকে আলোচনায় বসেছেন।

ইইউ-র ২৭টি দেশ কমবেশি রাশিয়ার তেল, গ্যাস ও কয়লার উপর নির্ভরশীল। ইইউ তাদের চাহিদার ২৬ শতাংশ তেল ও ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করে। তবে মস্কো ইতিমধ্যে পোল্যান্ড ও বুলগেরিয়ায় তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করেছে। ইইউ-র দেশগুলির মনোভাব হলো, রাশিয়ার এই ব্ল্যাকমেল তারা মেনে নেবে না।

news