সাবেক মার্কিন ঘাঁটিগুলোকে অর্থনৈতিক অঞ্চলে বানাবে তালিবান
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের রেখে যাওয়া সামরিক ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার পরিকল্পনা করছে তালিবান সরকার। রোববার দেশটির অর্থনৈতিক সম্পর্কবিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
উপ-প্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল ঘানি বারাদার ও মন্ত্রিসভায় এই পরিকল্পনার কথা খুব দ্রুতই জানানো হবে। মোল্লাহ বারাদার এক বিবৃতিতে বলেন, পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সাবেক সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় এসব ঘাঁটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে।
আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলের বালখ প্রদেশের সামরিক ঘাঁটিগুলোকে রূপান্তরের মাধ্যমে এ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
বর্তমানে আফগান অর্থনীতি অনেকটাই সংকটের মধ্যে অবস্থান করছে। দীর্ঘ দুই দশকের পশ্চিমা মদদপুষ্ট শাসন ব্যবস্থার অবসানের পর বিদেশি সংস্থাগুলো অর্থনৈতিক সাহায্য বন্ধ করায় এ সংকট তীব্র হয়। ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পরই মানবিক সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হয়।
ক্ষমতা দখলের পরই দেশটিতে বিদেশি উন্নয়ন অনুদান বন্ধ হয়ে যায়। পাশাপাশি বিদেশে থাকা আফগান সম্পদও জব্দ করে পশ্চিমা দেশগুলো।
এনবিএস/ওডে/সি