ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ইউক্রেনে গোপন সফরে জিল বাইডেন, ওলেনা জেলেনস্কির সঙ্গে স্কুল পরিদর্শন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম

ইউক্রেনে গোপন সফরে জিল বাইডেন, ওলেনা জেলেনস্কির সঙ্গে স্কুল পরিদর্শন

ইউক্রেনে গোপন সফরে জিল বাইডেন, ওলেনা জেলেনস্কির সঙ্গে স্কুল পরিদর্শন

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করে বলেছেন, এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই যুদ্ধটি নৃশংস। 

নিরাপত্তার কারণে সফরটি ঘোষণা করা হয়নি। ইউক্রেনের সীমান্তবর্তী একটি স্লোভাকিয়ার গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের পথ উজহোরোড শহরে যান। তিনি ইউক্রেনে প্রায় দুই ঘন্টা সময় কাটান।
জিল ও ওলেনা একটি স্কুল পরিদর্শনে গিয়ে মা দিবসে শিশুদের সাথে শিল্প প্রকল্প তৈরিতে অংশ নেন। 
ইউরোপে চারদিনের সফরের অংশ হিসেবে জিল বাইডেন অঘোষিত আকস্মিক সফরে ইউক্রেন যান। ওলেনা জেলেনস্কির কাছে তিনি যুদ্ধে বিপর্যস্ত জাতির প্রতি মার্কিন সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, আমি মা দিবসে আসতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম ইউক্রেনের জনগণকে দেখানো গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের সাথে দাঁড়িয়েছে। 

ইউক্রেন সফরে থাকার সময় জিল বাইডেন তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর তিনি মোটরযানে ইউক্রেন থেকে স্লোভেনায় ফিরে যান।