এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ মে, ২০২২, ১২:০৫ পিএম
মারিওপলে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের সেনারা
মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় যে সমস্ত সেনা রাশিয়ার বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল (সোমবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেন যে মিশন নিয়ে যুদ্ধ পরিচালনা করছিল তা সম্পন্ন হয়েছে। দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ড এখন আটকে পড়া সেনাদের জীবন বাঁচানোর জন্য আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
কিয়েভ দাবি করছে, আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে সেনারা রাশিয়ার সেনাদেরকে অন্যান্য থিয়েটারে অভিযান চালাতে বাধা সৃষ্টি করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজভস্টাল ইস্পাত কারখানায় মোতায়েন সেনাদের কর্মতৎপরতার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং জাতিসংঘের উদ্যোগের কারণে আমরা আশা করব আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়া সেনাদের জীবন রক্ষা করা সম্ভব হবে।” তিনি বলেন ইউক্রেনের জন্য ইউক্রেনের এমন বীর সেনাদের প্রয়োজন। ইউক্রেনের আত্মসমর্পণ করা সেনাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে তবে এজন্য সময় এবং ধৈর্য প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
রাশিয়া বলছে, আজভস্টাল ইস্পাত কারখানায় যেসব সশস্ত্র ব্যক্তি আটকা পড়েছে তাদের বেশিরভাগই নব্য নাজিবাদী চেতনায় উজ্জীবিত আজভ রেজিমেন্টের সেনা। এসব ব্যক্তি নাজিবাদীদের প্রতীক সম্বলিত পোশাক রয়েছে এবং তাদের গায়ে স্বস্তিকা প্রতীকের ট্যাটু দেখা যায়।
রাশিয়া টুডে জানিয়েছে, সোমবার ইউক্রেনের ২৬৪ জন সেনা আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে ৫৩ জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আত্মসমর্পণ করা সেনাদেরকে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক প্রজাতন্ত্রে নেয়া হয়েছে।
রাশিয়া ধারণা করছে, আজভস্টাল ইস্পাত কারখানায় প্রায় ২,২০০ ব্যক্তি আটকা পড়েছে। ইউক্রেন জানিয়েছে, আত্মসমর্পণ করা সেনাদের সঙ্গে রাশিয়ার আটক সেনাদের বিনিময় সম্পন্ন হবে। তবে রাশিয়ায এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করে নি।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে