ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Logo
logo

আগামী মৌসুমে আমার ভাগ্য যে ক্লাবে লেখা সেখানেই খেলবো: মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম

আগামী মৌসুমে আমার ভাগ্য যে ক্লাবে লেখা সেখানেই খেলবো: মেসি

আগামী মৌসুমে আমার ভাগ্য যে ক্লাবে লেখা সেখানেই খেলবো: মেসি

ফ্রান্স লিগের চলতি মৌসুম শেষের পথে। সে দেশের ক্লাব পিএসজির ইচ্ছা থাকা সত্ত্বেও লিওনেল মেসি চুক্তি নবায়ন করছেন না। দিনকে দিন ঘোলাটে হচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে। কোটি ফুটবলপ্রেমী জানতে মুখিয়ে আছেন বিশ্বের অন্যতম সেরা তারকা কোথায় যাচ্ছেন। তবে আশ্চর্য করার মতো বিষয় হলো মেসি নিজেও জানেন না কোথায় যাচ্ছেন তিনি।

মেসিকে ক্লাবে ফেরাতে এক পায়ে দাঁড়িয়ে বার্সেলোনা। তাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন ক্লাবের প্রেসিডেন্ট, সহ-সভাপতি, কোচ এমনকি ক্লাবটির পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কিও। লেভাতো একধাপ এগিয়ে বলেছেন আগামী মৌসুমে তিনি মেসির সঙ্গে বার্সার জার্সিতে খেলতে চান। 

মেসিকে দলে নিতে রেকর্ড পরিমাণ মূল্যের অফার করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। তাকে পেতে আরো আগ থেকেই মাঠে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। মেসিকে দলে পেতে সকার লিগের দলগুলো একসঙ্গে তার বেতন দেয়ার নীতিগত সিদ্ধান্তও নিয়ে রেখেছেন। এখন শুধু মেসির হ্যাঁ বলার বাকি। 

যার পরবর্তী গন্তব্য নিয়ে এত কথা সেই মেসি কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেননি। বিশ্বের কোনো সংবাদমাধ্যমকেই আঁচ পেতে দিচ্ছেন না নিজের গতিবিধি সম্পর্কে। অবশেষে পরবর্তী গন্তব্য নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন আর্জেন্টাইন মহাতারকা। ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার সময় মূলত নিজের পরবর্তী ঠিকানা নিয়ে কথা বলেছেন মেসি। বিষয়টি নিশ্চিত করেছে মুন্দো দেপোর্তিভো। 

এনবিএস/ওডে/সি