ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

 নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

আগামী ১৩ মে থেকে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ঢাকায় অনুষ্ঠিত হতে হবে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র)-২০২৩।

সে উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ও জুনিয়র নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প ১৫ এপ্রিল থেকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দুটি ক্যাটাগরিতে বাংলাদেশের দুটি বয়সভিত্তিক দল অংশ নিবে। দেশব্যপী বাছাইকৃত ৪৩ জন নারী হ্যান্ডবল খেলোয়াড় শনিবার ক্যাম্পে রিপোর্ট করেছেন। দুই বিভাগে বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন মো. আমজাদ হোসেন ও ডালিয়া আক্তার।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উভয় বিভাগে আফগানিস্তান, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং ইয়েমেন অংশগ্রহণ করবে।

এনবিএস/ওডে/সি