এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ মে, ২০২২, ০৪:০৫ পিএম
রিঙ্কুর আউট ঘিরে বিতর্ক, মার্কাসের নো বলে আউট হয়েছেন নাইট তারকা? তুমুল হইচই
লখনউ সুপার জায়ান্টসের (Super Giants) কাছে বীরের মতো হেরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেউ ভাবতে পারেনি ২১০ রান তাড়া করতে গিয়ে কেকেআর একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে। সৌজন্যে অবশ্যই রিঙ্কু সিং (Rinku Singh), এই তারকা নাইট রাইডার্স সংসারে রয়েছেন অনেকদিন ধরে। তাঁকে ব্যবহার করা হয়নি। এবার যে ম্যাচে সুযোগ পেয়েছেন, সেই ম্যাচেই ঝলসে উঠেছে তাঁর ব্যাট।
রিঙ্কুর ঝোড়ো ইনিংস নাইট শিবিরকে চাঙ্গা রেখেছিল। তীরে এসে তরী ডোবার মতো অবস্থা হয় কেকেআরের। মাত্র দুই রানে হেরেও রিঙ্কু নায়কের মর্যাদা পাচ্ছেন। যদিও বৃহস্পতিবার সকাল থেকে টুইটার, ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
সেই ভিডিওতে দেখা গিয়েছে, রিঙ্কু যে মার্কাস স্টোইনিসের যে ডেলিভারিতে আউট হয়েছেন, সেটি একেবারেই নো বল ছিল। ১৫ বলে ৪০ রানের এক রূপকথার ইনিংস খেলেছেন রিঙ্কু। চারটি ওভার বাউন্ডারি ও দুটি চার মেরেছেন তিনি।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে