ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

মোদী সরকারের নয় বছর পূর্তি: মাতৃত্বকালীন সুবিধা থেকে তিন তালাক, মহিলাদের জন্য নতুন আর কী কী সুবিধা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

মোদী সরকারের নয় বছর পূর্তি: মাতৃত্বকালীন সুবিধা থেকে তিন তালাক, মহিলাদের জন্য নতুন আর কী কী সুবিধা

মোদী সরকারের নয় বছর পূর্তি: মাতৃত্বকালীন সুবিধা থেকে তিন তালাক, মহিলাদের জন্য নতুন আর কী কী সুবিধা

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নয় বছর পূর্ণ করেছেন। তাঁর এই ময় বছরের শাসনকালে মহিলাদের জন্য অধিকার বাড়াতে আইন যেমন করা হয়েছে, ঠিক তেমনই তাঁদের নিরাপত্তাও দেওয়া হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য থাকা পুরনো আইনের সংশোধনও করা হয়েছে।

 মহিলাদের ক্ষেত্রে পাচারের মতো অপরাধ এবং অ্যাসিড হামলার ক্ষেত্রে আইন সংশোধন করা হয়েছে। ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৭-র মাধ্যমে ম্যাটারনিটি লিভ ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করা হয়েছে। মহিলাদের সুস্থতা ও নবজাত শিশুর যত্ন নেওয়ার জন্য আরও সময় দেওয়া হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি