ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

জাপানে ৫ ও দক্ষিণ আফ্রিকায় ৬.২ মাত্রার ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

জাপানে ৫ ও দক্ষিণ আফ্রিকায় ৬.২ মাত্রার ভূমিকম্প

 জাপানে ৫ ও দক্ষিণ আফ্রিকায় ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানের স্থানীয় সময় রোববার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই। এর আগে একই দিন ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে।

এদিকে, মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত এ ভূমিকম্পে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে। ভূমিকম্পে কয়েকটি ভবনে সামান্য ফাটল ধরেছে। এর আগে স্বর্ণ খনি সমৃদ্ধ শহর জোহানেসবার্গে ২০১৪ সালে ৫ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছিল। দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল ১৯৬৯ সালে। সে বছর ওয়েস্টার্ন কেপ প্রদেশে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি