ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

সাফে অংশ নিতে এখনো ভারতের ভিসা পায়নি পাকিস্তান ফুটবল দল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

সাফে অংশ নিতে এখনো ভারতের ভিসা পায়নি পাকিস্তান ফুটবল দল

 সাফে অংশ নিতে এখনো ভারতের ভিসা পায়নি পাকিস্তান ফুটবল দল

আগামী বুধবার (২১ জুন) ভারতে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশ, কুয়েত, নেপাল, লেবাননের ফুটলাররা ভারতে অবস্তান করলেও এখনো পর্যন্ত দেশটি ভিসা পায়নি পাকিস্তানের ফুটলাররা। ক্রিকেটে ভারত-পাকিস্তানের নানা নাটকীয়তা শেষে এশিয়া কাপের ভেন্যু ও সূচি চূড়ান্ত হয়েছে। তবে সাফে অংশ নিতে পাকিস্তানের ফুটবলারদের নিয়ে এবার নতুন নাটক শুরু করেছে ভারত।

তবে ২১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পাকিস্তান ফুটবল দল ভারতে চলে আসতে পারবে বলে জানা যাচ্ছে দেশটির ক্রীড়া সংস্থা। ২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে নামার কথা পাকিস্তানের। সন্ধ্যা সাড়ে ৭টায় কেরালার কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সেই ম্যাচ।

কেরালা ফুটবল সংস্থা জানিয়েছে, মরিশাস থেকে সরাসরি ভারতে আসায় সে দেশের ভারতীয় দূতাবাসে ভিসার আবেদন করেছে পাকিস্তান ফুটবল দল। কেরালা ফুটবল সংস্থা ভারতীয় দূতাবাস ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সপ্তাহের শেষ অংশে দূতাবাস বন্ধ থাকে। তাই সোমবার সকালের আগে ভিসা পাবেন না পাকিস্তানের ফুটবলাররা। সোমবার রাতেই বেঙ্গালুরু আসতে পারার কথা দলটির। খুব বিলম্ব হলে মঙ্গলবার সকালে ভারতে আসবে পাকিস্তান ফুটবল দল। বুধবার সন্ধ্যায় খেলা হওয়ায় খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাদের।

অন্যদিকে পাকিস্তান ফুটবল ফেডারেশনের অভিযোগ, ভারতের ক্রীড়ামন্ত্রনালয় অনুমতি দিতে বিলম্ব করেছে। বিপরীতে সময়ের মধ্যে ফুটবল ফেডারেশন কাগজপত্র জমা দেয়নি বলে এমন সমস্যা তৈরি হয়েছে বলে জানায় ভারতীয় ক্রীড়ামন্ত্রনালয়।

ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে ২৪ জুন কুয়েত ও ২৭ জুন নেপালের বিরুদ্ধে খেলার কথা পাকিস্তান ফুটবল দলের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি