ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

সুচিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ মিয়ানমার জান্তাদের বিরুদ্ধে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম

সুচিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ মিয়ানমার জান্তাদের বিরুদ্ধে

 সুচিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ মিয়ানমার জান্তাদের বিরুদ্ধে

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়ে এক প্রতিবেদনে বলেছে, দেশটির সামরিক শাসকরা কারাবন্দি নেত্রী অং সান সুচি এবং প্রতিরোধ আন্দোলনের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এই বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা সর্বত্র লিফলেট বিতরণ করে দাবি করছে, সুচি এই আন্দোলনকে সমর্থন করেন না।

মিয়ানমারের মান্দালয় অঞ্চলের থাবেইক্কিন এবং অমরাপুরা শহরের স্থানীয়রা বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ এই সপ্তাহের শুরুতে পথচারিদের কাছে এই লিফলেট বিতরণ শুরু করেছে।

লিফলেটে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই এবং সুচির ছবির কোলাজ করা হয়েছে। শিরোনামে লেখা হয়েছে, ‘আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা সুচির সঙ্গে দেখা করতে না পারলেও থাই পররাষ্ট্রমন্ত্রী সুচির সঙ্গে দেখা করতে পেরেছেন।’

লিফলেটের অপর এক শিরোনামে বলা হয়েছে, ‘সুচি স্পষ্টভাবে ঐক্য সরকার এবং সিআরপিএইচ সদস্যদের প্রত্যাখ্যান করেছেন। কারণ তারা অহিংসার রাজনৈতিক অবস্থানকে উপেক্ষা করে মানুষকে হত্যা করার জন্য হিংসাত্মক উপায় ব্যবহার করছে।’

সিআরপিএইচ অর্থাৎ কমিটি রিপ্রেসেন্টিং পাইডংসু হ্লাতো হলো ঐক্য সরকারের পার্লামেন্টারি শাখা। সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচিত সদস্যদের নিয়েই ঐক্য সরকার ও পার্লামেন্টারি শাখা গঠিত হয়েছে। উপজাতি গোষ্ঠীগুলোও তাদের সঙ্গে যুক্ত হয়েছে সামরিক সরকারকে রাজনৈতিকভাবে সমূলে উৎখাত করার জন্য। ঐক্য সরকারের সামরিক শাখা পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গত দুই বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। ঐক্য সরকারকেই মিয়ানমারের জনগণ তাদের বৈধ সরকার হিসেবে লুফে নিয়েছে।

অন্যদিকে, অ্যাসিস্ট্যানচ অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, বাগো অঞ্চলের ডাইক-ইউ প্রিজন থেকে নিখোঁজ হওয়া ৩৭ জন রাজনৈতিক কারাবন্দির মধ্যে ছয়জনকে জান্তা সরকার হত্যা করেছে। রাজনৈতিক কারাবন্দিদের স্থানান্তরের সময় গত ২৭ জুন ৩৭ জন কারাবন্দি নিখোঁজ হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি