ঢাকা, বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Logo
logo

অবশেষে না ফেরার দেশে দুর্ঘটনার শিকার ‘মিস ভেনেজুয়েলা’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

অবশেষে না ফেরার দেশে দুর্ঘটনার শিকার ‘মিস ভেনেজুয়েলা’

 অবশেষে না ফেরার দেশে দুর্ঘটনার শিকার ‘মিস ভেনেজুয়েলা’

 গত ১৩ জুলাই ভেনেজুয়েলার অরল্যান্ডোতে সড়ক দুর্ঘটনার শিকার হন ‘মিস ভেনেজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। সড়কে গাড়ি চালানোর সময় একটি ট্রাকের সঙ্গে মারাত্মক সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। এরপর কয়েক সপ্তাহধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে না ফেরার দেশে পাড়ি জমালেন ২৬ বছর বয়সী মিস ভিয়েরা।

 দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া গণমাধ্যমে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে ট্রাকের মারাত্মক সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।

আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর ‘মিস লাতিন আমেরিকা’য় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ভিয়েরার মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে এই মডেল লিখেছিলেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি।
পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এছাড়া তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি