এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
নাসার যান চাঁদে পৌঁছেছিল ৪ দিনে, চন্দ্রযান-৩র কেন ৪০ দিন সময় লাগছে জেনে নিন
আজ চাঁদে ইতিহাস গড়তে চলেছে ভারত। এই প্রথম চাঁদের দক্ষিণ দিকে পৃথিবীর কোনও যান পা রাখতে চলেছে। তাই গোটা দেশের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীর মাটি ছাড়ার পর চাঁদের কাছে পৌঁছতে চন্দ্রযান-৩ র মোট ৪০ দিন সময় লেগেছে। কিন্তু এতোদিন কি সত্যিই সময় লাগে চাঁদের কাছে পৌঁছতে। কারণ এর আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদ অভিযান করেছে। তাতে মাত্র ৪ দিনেই তাদের যান অ্যাপোলো-১১ পৌঁছে গিয়েছিল চাঁদে। চিনের চাঁদ অভিযানও ৫ দিনে হয়ে গিয়েছিল। এমনকী রাশিয়ার লুনার-২৫ মাত্র সাত দিেনর মধ্যে চাঁদে পৌঁছে গিয়েছিল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি