এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
উত্তপ্ত মণিপুরে ২ দিনের সংঘর্ষে নিহত ৬
কুকি অধ্যুষিত চুরাচাঁদপুর জেলায় গুলির লড়াই চলার সময় দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনের মৃত্যু হয়েছে প্রতিবেশী বিষ্ণুপুর জেলায় যেখানে মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ।
২৯ আগস্ট থেকে গোষ্ঠীসংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে নতুন করে শুরু হওয়া হিংসায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।
চুরাচাঁদপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি জানিয়েছেন, বুধবার গুলির লড়াই চলার সময় দু’জন আহত হন। তাদের মধ্যে একজনকে মিজোরামে আইজলে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে, অন্যজন বৃহস্পতিবার সকালে মারা যান। চুরাচাঁদপুরে নিহত চারজনই কুকি বলে জানা গিয়েছে।
বিষ্ণুপুরের ডেপুটি কমিশনার লরেনবাম বিক্রম বলেন, বৃহস্পতিবার আমাদের জেলায় বন্দুকযুদ্ধে দু’জনের মৃত্যু হয়েছে। এরা দু'জনই আমাদের জেলার। এর আগে মঙ্গলবার একজনের মৃত্যু হয়। এই নিয়ে আমাদের জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে।
মঙ্গলবার সকাল থেকে উভয় জেলার সীমান্ত এলাকায় নতুন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। এদিনের গোলাগুলিতে দুজন মারা যায় এবং সাতজন আহত হয়। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য গুলি চলা বন্ধ থাকলেও রাত বাড়তেই আবার তা শুরু হয়।
কার্তিক মল্লাদি বলেন, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও বেশ কয়েকটি সীমান্ত এলাকায় গুলির লডাই হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, লোনফাই, খৌসাবুং, কাংভাই এবং সুগনু এলাকায় এখনও সংঘর্ষ চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিজিনিয়াস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) চুরাচাঁদপুর এলাকায় ধর্মঘটের ডাক দিয়েছে। লক্ষ্য উত্তেজনা প্রশমিত করা এবং চিকিৎসা, পুলিশ, পানি, বিদ্যুৎ, গণমাধ্যমের মতো জরুরি পরিষেবাগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি