ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বৈশ্বিকভাবে এ প্লাস গর্ভনর নির্বাচিত হয়েছেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বৈশ্বিকভাবে এ প্লাস গর্ভনর নির্বাচিত হয়েছেন

 ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বৈশ্বিকভাবে এ প্লাস গর্ভনর নির্বাচিত হয়েছেন

দক্ষিণ এশিয়ায় ভারতের পরে শ্রীলংকার গভর্নর নন্দলাল বিক্রমাসিংহ এ মায়নাস গভর্নর হয়েছেন। এ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোন গভর্নর এই রেঙ্ক অর্জন করেননি।

গ্লোবাল ফাইনান্স সেন্ট্রাল ব্যঅংকার্স রিপোর্ট কার্ড ২০২৩ রেংকিংটি প্রতি বছর প্রদান করে গোলাবাল ফাইনান্স ম্যাগাজিন।

দেশের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জাতীয়উৎপাদন বৃদ্ধিতে মূদ্রা ব্যবস্থার সহায়তা ও সুদহার নির্ধারণে ব্যাংকের গভর্নরের ব্যবস্থাপনার উপর ভিত্তি করে এই পুরস্কার দেয়া হয়।

এই পদকের এপ্লাস পেয়েছেন আরও কয়েকজন। তারা হলেন সুইজারল্যান্ডের  থমাস জে জর্ডন, ভিয়েতনামের নার্গিয়ুন থাই হং।

 এ অর্জন করেছেন ব্রাজিলের গভর্নর রবার্টো ক্যামক্যাস নেটো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি