এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের মন্তব্য! অযৌক্তিক ও বিভ্রান্তিকর বলে ওড়াল ভারত
মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের মন্তব্য প্রত্যাখ্যান করল ভারত। বিষয়টিকে অযৌক্তিক, অনুমানমূলক ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করা হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও দাবি করা হয়েছে ভারত সরকারের তরফে। রাষ্ট্রসংঘে ভারতীয় রাষ্ট্রদূতের অফিস থেকে বলা হয়েছে, মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল। ভারত সরকার সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে আরও বলা হয়েছে সরকার মণিপুরের জনগণ শুধু নয়, ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি