এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
ছয় রাজ্যের সাত আসনে অকাল ভোট! একটি উপনির্বাচন অনেক পরীক্ষা
কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যু এবং বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর খালি হওয়ায় আসনগুলি-সহ সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে আপাতত শান্তিপূর্ণভাবে। এই সাতটি কেন্দ্রের গণনা করা হবে শুক্রবার ৮ সেপ্টেম্বর। এই সাতটি আসন ছটি রাজ্যে ছড়িয়ে রয়েছে , দুটি ত্রিপুরায়, একটি করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এ কেরলে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি