ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষকদের বিশেষ উদ্যোগী হওয়ার বার্তা যোগী আদিত্যনাথের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষকদের বিশেষ উদ্যোগী হওয়ার বার্তা যোগী আদিত্যনাথের

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষকদের বিশেষ উদ্যোগী হওয়ার বার্তা যোগী আদিত্যনাথের

 শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যোগী আদিত্যনাথ। তিনি বার্তা দিয়েছেন, শিক্ষকরা যেন স্কুল শুরুর ১৫ মিনিট আগে নিজেদের স্কুলে আসেন এবং কীভাবে শিক্ষার পদ্ধতি আরও উন্নত করা যায় তার ভাবনা চিন্তা করা উচিত। সেকারণে মর্নিং অ্যাসেম্বলিকে স্কুলের কারিকুলামের আওতায় আনার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন শিক্ষক-শিক্ষিকারা স্কুল শুরুর ১৫ মিনিট আগে এলে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করার সময় পাবেন। গতকাল শিক্ষক দিবস উপলক্ষ্যে যোগী সরকারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। তাতে ৭৫টি প্রাথমিক স্কুল এবং ১৯টি সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  যোগী আদিত্যনাথ বলেছেন আগে শিক্ষকদের কম বেতন দেওয়া হতো। তাঁরা সীমিত সময় কাজ করতেন। কিন্তু এখন সময় এবং পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। এখন ছাত্রছাত্রীদের মানসিক গঠনেও উদ্যোগী হতে হবে শিক্ষকদের। তাই আরও বেশি করে এই নিয়ে ভাবনাচিন্তা করা জরুরি। শিক্ষক দিবসে ৯৪ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন যোগী সরকারের পক্ষ থেকে ৯৪ জন শিক্ষককে সাল-সংবর্ধনা পত্র এবং ২৫০০০ টাকা করে তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এই ৯৪ জন শিক্ষক যাকে সকলের কাছে নজির হয়ে উঠতে পারেন সেকারণেই এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল শিক্ষক দিবসে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি