ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ইউএস ওপেনে একজন খেলোয়াড় মারা যাবে: মেদভেদেভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

ইউএস ওপেনে একজন খেলোয়াড় মারা যাবে: মেদভেদেভ

ইউএস ওপেনে একজন খেলোয়াড় মারা যাবে: মেদভেদেভ

রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ সতর্ক করে বলেছেন, ইউএস ওপেনে একজন খেলোয়াড় মারা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির মধ্যে খেলা চলায় এমন মন্তব্য করেছেন ২৭ বর্ষী মেদভেদেভ।

নিউইয়র্কে তীব্র তাপপ্রবাহ চলছে এবং বুধবার দুই রাশিয়ানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গরমের তীব্রতা সহ্য না করতে পেরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৩ নং তারকা খেলার তৃতীয় সেট চলার সময় ক্যামেরার সামনে চলে যান। উদ্দেশ্য নিয়ে বলেন, একজন খেলোয়াড় মরতে চলেছে এবং তখন তুমি সেটা দেখতে চলেছ। 

স্বদেশী অ্যান্ড্রু রুভলভকে সরাসরি সেটে হারানোর পর মেদভেদেভ বলেছেন, ইউএস ওপেন এবং টোকিও অলিম্পিক গেমস (সবচেয়ে খারাপ), এটা ছিল খুবই খারাপ। এ পরিবেশের একমাত্র ভালো দিক দেখছি সেটা হল, আমরা দুজনেই ভুগেছি। এটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। 
মাঠের খেলায় উত্থান-পতন থাকবে, কিন্তু তৃতীয় সেটে আমি আর বল দেখতে পাচ্ছিলাম না। তখন আমাকে ধারণা করে খেলতে হচ্ছিল।

ওই ম্যাচের আগে মেয়েদের কোয়ার্টার ফাইনাল খেলায় একজন দর্শক জ্ঞান হারিয়ে ফেলেন। সেজন্য ম্যাচ শুরু করতে আয়োজকদের দেরি হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি