এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
মোদীর সঙ্গে আজ সৌদির যুবরাজের মেগা বৈঠক, প্রতিরক্ষা থেকে বাণিজ্য একাধিক ক্ষেত্রে মৌ সাক্ষরের সম্ভাবনা
জি-২০ সামিট মিটলেও একাধিক দেশের সঙ্গে এখনও দ্বিপাক্ষিক বৈঠক চলছে। আজ সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে। এই বৈঠক দুই দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা থেকে বাণিজ্য একাধিক ইস্যুতে আজ বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী একাধিক মৌস্বাক্ষরও হতে পারে দুই দেশের মধ্যে। অর্থনৈতিক দিক থেকে গোটা বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে পড়ে সৌদি আরব। কাজেই সৌদি আরবে যুবরাজের সঙ্গে বৈঠকে ভারতে একাধিক বিনিয়োগ আসতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি