ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ছাড়াল ২০ হাজারের গণ্ডি, সেনসেক্সও বাড়ল লাফিয়ে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম

সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ছাড়াল ২০ হাজারের গণ্ডি, সেনসেক্সও বাড়ল লাফিয়ে

সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ছাড়াল ২০ হাজারের গণ্ডি, সেনসেক্সও বাড়ল লাফিয়ে

 শেয়ার বাজার সপ্তাহের শুরুতেই বিরাট লাফ দিল। সোমবার শেয়ার বাজার খুলতেই উত্থান হতে শুরু করে। দিনের শেষে সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। একইসঙ্গে বৃদ্ধি হল সেনসেক্সেরও। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স পৌঁছল ৬৭৫৭১-এ। ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি বসেছিল মেগা ৬২০ শীর্ষ সম্মেলন। তা শেষ হওয়ার একদিন পরেই শেয়ার বাজারে সূচক সর্বোচ্চ রেকর্ড গড়ল। নিফটি সর্বকালীন উচ্চতায় পৌঁছল এদিন। ২০ হাজার পয়েন্ট অতিক্রম করে ছাড়িয়ে যায় নিফটি ৫০-এর শেয়ার সূচক। তবে শেয়ার মর্কেট বন্ধের সময়ে তা নেমে আসে ২০ হাজারের ঠিক নীচে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি