ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সংসদ ভবনের পুরানো বিল্ডিংকে সংবিধান সদন বলার প্রস্তাব মোদীর, নতুন ভবনের নামটিও জেনে নিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

সংসদ ভবনের পুরানো বিল্ডিংকে সংবিধান সদন বলার প্রস্তাব মোদীর, নতুন ভবনের নামটিও জেনে নিন

সংসদ ভবনের পুরানো বিল্ডিংকে সংবিধান সদন বলার প্রস্তাব মোদীর, নতুন ভবনের নামটিও জেনে নিন

 সংসদ ভবনের পুরানো ভবনের পথচলা শেষ। আজ সেন্ট্রাল হলে দুই কক্ষের সাংসদদের নিয়েই হলো বিশেষ অনুষ্ঠান। গণেশ চতুর্থীর দিনেই সকলে পদার্পণ করবেন নতুন সংসদ ভবনে। এই বিশেষ অনুষ্ঠানের আগে দুই কক্ষের সাংসদদের নিয়ে ফোটোসেশন পর্ব চলে। নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া। পুরানো সংসদ ভবনের নাম সংবিধান সদন রাখার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি