ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

রবীন্দ্র সদনে গান স্যালুট, কেকে পরিবারের পাশে মমতা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০১ জুন, ২০২২, ০৫:০৬ পিএম

রবীন্দ্র সদনে গান স্যালুট, কেকে পরিবারের পাশে মমতা

রবীন্দ্র সদনে গান স্যালুট, কেকে পরিবারের পাশে মমতা

বুধবার (১ জুন) দুপুরে আড়াইটে নাগাদ কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) এর মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। পশ্চিক বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানান, মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। ছিলেন পরিবারের আরও দুই সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানোনে হয় শিল্পীকে।

প্রয়াত গায়ক কেকের মরদেহ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনে আনা হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। কেকে’র পরিবারের সদস্যদের মুম্বই ফেরার বিমানের সময় দেখেই শিল্পীর দেহ রবীন্দ্র সদনে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

বিমানবন্দরে এই ঘোষণা করার পরই সেখান থেকে সোজা রবীন্দ্র সদনে পৌঁছে যান মমতা। সেখানে শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলায় প্রয়াত শিল্পীদের আমরা রবীন্দ্র সদনেই শ্রদ্ধা জানাই। ওকেও আমরা রবীন্দ্র সদনেই রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, এই সিদ্ধান্তে কেকে-র পরিবার কোনও সমস্যায় পড়বে না। মমতা বলেছেন, ‘‘ময়নাতদন্ত করতে সময় লাগবে। ওঁদের বিমান বিকেল ৫টা ১৫ মিনিটে। তার আগেই শ্রদ্ধাজ্ঞাপনের প্রক্রিয়া শেষ হবে।’’

বুধবার সকালেই কেকে-র ময়নাতদন্ত শুরু হয় এসএসকেএম হাসপাতালে। দুপুরে মমতা জানান, সেই প্রক্রিয়া এখনও চলছে। যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ তাই ‘ভালোভাবে ময়নাতদন্ত করতে সময় লাগবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসএসকেএম থেকে শিল্পীকে রবীন্দ্র সদনে আনার পর শ্রদ্ধাজ্ঞাপন করেও শিল্পীর দেহ নিয়ে সময়েই মুম্বইয়ে ফিরতে পারবেন তাঁর স্ত্রী এবং পুত্র।