এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
রাজ্যসভায় পেশ মহিলা সংরক্ষণ বিল! চলছে আলোচনা
বুধবার লোকসভায় ৪৫৪/২ ভোটে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পরে তা এদিন রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। গত তেরো বছরে বেশ কিছু আঞ্চলিক দল মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে তারা বিলের পক্ষে সমর্থন দিয়েছে। ফলে মহিলা সংরক্ষণ বিল যে রাজ্যসভায় অতি সহজেই পাশ হবে তা একরকম নিশ্চিত। ২০১০ সালে এই বিলের অন্যতম বিরোধিতা করা সমাজবাদী পার্টি বুধবার লোকসভায় বিলকে সমর্থন করার মাধ্যমে অবস্থান পরিবর্তন করে। শুধু সমাজবাদী পার্টিই নয়, বহুজন সমাজ পার্টিও সংবিধান সংশোধনী বিলকে সমর্থন করে। এই দুই দল ক্যাভিয়েটের মাধ্যমে বুধবার তাদের অবস্থান পরিবর্তনের কথা জানায়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি