ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

দলিত বলেই রাষ্ট্রপতি দ্রৌপদীকে পার্লামেন্ট ভবনে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি স্ট্যালিন-পুত্রের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম

দলিত বলেই রাষ্ট্রপতি দ্রৌপদীকে পার্লামেন্ট ভবনে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি স্ট্যালিন-পুত্রের

দলিত বলেই রাষ্ট্রপতি দ্রৌপদীকে পার্লামেন্ট ভবনে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি স্ট্যালিন-পুত্রের

 গত ২৮ মে ভারতের নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি তাকে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সেই ভবনে লোকসভা এবং রাজ্যসভার প্রথম অধিবেশনের দিনেও নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি বলে বিরোধীদের অভিযোগ। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী বিধবা এবং দলিত জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বিজেপি সরকার আমন্ত্রণ জানায়নি তাকে। 

স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য তথা জনপ্রিয় তামিল অভিনেতা উদয়নিধি বুধবার বলেন, ‘রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। অথচ নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন এবং সূচনা অধিবেশন থেকে দূরে সরিয়ে রাখা হল। তিনি বিধবা এবং দলিত সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তার সঙ্গে এমনটা ঘটল। এটাই কি তাহলে সনাতন ধর্ম?’ 

গত ৯ সেপ্টেম্বর উদয়নিধি চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে সনাতন ধর্মকে অপমান করেছিলেন বলে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের অভিযোগ। উদয়নিধির বিরুদ্ধে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে ইতোমধ্যে। এই পরিস্থিতিতে উদয়নিধির মন্তব্যকে ‘পাল্টা চাপের রণনীতি’ বলেই মনে করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি