ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বিশ্বকাপ জয় কারতে ভারত যাচ্ছি: বাবর আজম


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম

বিশ্বকাপ জয় কারতে ভারত যাচ্ছি: বাবর আজম

বিশ্বকাপ জয় কারতে ভারত যাচ্ছি: বাবর আজম

এশিয়া কাপের সুপার ফোরের শেষ দল ছিলো পাকিস্তান। তবে বাবর আজম মনে করিয়ে দিলেন যে, দিনকয়েক আগেও তারা ছিলেন বিশ্বের একনম্বর ওয়ানডে দল। গতবার ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। এবার শুধু শেষ চার নয়, আরও ওপরে ওঠা তাদের লক্ষ্য। 

ভিসা জটিলতার কারণে দেরিতে ভারতের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবর আজম।

পাকিস্তানি অধিনায়ক বলেন, শীর্ষ চারে খেলা একটি ছোট লক্ষ্য। আমরা বিশ্বকাপ জিততে চাই। যখন জেতার ক্ষুধা থাকে, তখন আপনি ভালো খেলেন। সূত্র: ক্রিকইনফো

তিনি আরো বলেন, এশিয়া কাপে শেষ দুটি ম্যাচের আগে আমরা ভালো খেলেছিলাম। যদি যেভাবে শেষ করা উচিত ছিল, সেভাবে আমরা পারিনি। তবে ভুল থেকে শিক্ষা নিয়েছি। সেসব পেছনে ফেলে এসেছি। এশিয়া কাপ ছিল অন্য টুর্নামেন্ট। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর কী হবে? সেদিন আহমেদাবাদে ভারত-পাকিস্তান মহারণ। ২০১৬ টি-টোয়েন্ট বিশ্বকাপের পর আবার পাকিস্তান খেলবে ভারতে।

এই বিষয়ে হারিস রাউফ বলেন, পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, দিনশেষে এটা শুধুই একটা খেলা। আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা ক্রিকেট খেলব। খেলাকে খেলার মধ্যেই রাখুন। এটা শুধুই ক্রিকেট, যুদ্ধ নয়।