ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম

ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

 বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদির ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইংলিশরা।

টস হেরে ব্যাটিংয়ে এদিন শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১১ ও ১৫ রানে ডেভিড ওয়ার্নার আউট হলে চাপ পড়ে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ স্মিথ। ৪৪ রান করে স্মিথ আউট হলে, ৩ রান করে তার দেখানো পথে হাঁটেন জস ইনগ্লিস। কিন্তু অপর প্রান্তে থিতু হন লাবুশানে। ৭১ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।

এরপর মার্কাস স্টইনিসের সঙ্গে জুটি গড়েন ক্যামেরন গ্রিন। ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন এই দুই ব্যাটার। ৪৭ রানে গ্রিন এবং ৩৫ রানে আউট হন স্টইনিস। প্যাট কামিন্স (১০), মিচেল স্টার্ক (১০) ও অ্যাডাম জাম্পা ২৯ রানে আউট হলে, ৩ বল হাতে থাকতেই অলআউট হয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ক্রিস ওকস। এছাড়াও মার্ক উড ও আদিল রশিদ দুটি, ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি