ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ফ্রান্সের লিয়নে ইহুদি নারীকে ছুরিকাঘাত, বাড়ির দরজায় স্বস্তিকা এঁকে দিল দুর্বৃত্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

ফ্রান্সের লিয়নে ইহুদি নারীকে ছুরিকাঘাত, বাড়ির দরজায় স্বস্তিকা এঁকে দিল দুর্বৃত্ত

 ফ্রান্সের লিয়নে ইহুদি নারীকে ছুরিকাঘাত, বাড়ির দরজায় স্বস্তিকা এঁকে দিল দুর্বৃত্ত

ফ্রান্সের লিয়নে ৩০ বছরের এক ইহুদি নারীকে তার বাড়িতে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। পুলিশ খবর পেয়ে তার বাড়িতে যেয়ে দেখতে পায় দরজায় স্বস্তিকা চিহ্ন আঁকা।

পুলিশ এ ঘটনায় জড়িতদের সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।

ডোরবেল বাজানোর পর দরজা খুলে দেওয়ার পর ওই নারীর পেটে দুবার ছুরি মারে সন্ত্রাসীরা। আক্রমণকারী কালো পোশাক পরে এসেছিলেন। আহত ওই নারী জানান ওই সন্ত্রাসী একটি মুখোজ পরেছিলেন। ছুরিকাঘাত করার পর সে পালিয়ে যেতে সমর্থ হয়। লে ফিগারো

পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

শনিবার দুপুর ১টার দিকে লিয়নের ৩য় অ্যারোন্ডিসমেন্টে মন্টলুক এলাকার  বাড়িতে ওই নারীকে আক্রমণ করা হয়। তাকে লিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি