ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

মিয়ানমারের কাওলিন দখল করল বিদ্রোহীরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম

মিয়ানমারের কাওলিন দখল করল বিদ্রোহীরা

 মিয়ানমারের কাওলিন দখল করল বিদ্রোহীরা

 টানা কয়েকদিন সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের কাওলিন শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা।

কাওলিনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে ছেড়ে দিয়ে সেনা বাহিনী পিছু হটেছে বলে নিশ্চিত করেছে দেশটির জান্তাবিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ)।

প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করেন কাওলিনে। জেলার সামরিক প্রশানিক সদর দপ্তর এখানেই অবস্থিত। তাই মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ে অবস্থিত কাওলিন কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শহর।

মিয়ানমারের জান্তাবিরোধী রাজনৈতিক জোট নাগ দেশটির ছায়া সরকার বলেও দাবি করে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নাগের প্রধানমন্ত্রী মান উইন খাইং থান লিখেছেন, ‘জেলা শহর কাওলিন এখন আমাদের দখলে।’

এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন খাইং থান। সেখানে দেখা যায় কাওলিন সামরিক প্রশাসনিক কার্যালয়ের সামনে বিদ্রোহী জোট নাগের পতাকা উত্তোলন করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি