এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সফরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ
টেস্টে বাংলাদেশের ব্যর্থতা যেন নিয়মিত ঘটনা। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
মিরাজ বলেন, এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন তো সাকিব ভাই অধিনায়ক ছিলেন। আমরা সাম্প্রতিক সময়ে ভালো করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো করে দেখিয়েছি। এমন না যে আমরা পারি না। আমাদের খারাপ সময় যাচ্ছে। খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
পরিসংখ্যান বলছে টেস্ট ক্রিকেটে চলতি বছর ব্যর্থ দলের তালিকায় টাইগারদের নাম সবার দিকে থাকবে। দক্ষিণ আফ্রিকা সফরে দুইবার দুই অঙ্কের ঘরে অল আউট হওয়া লজ্জা অর্জন করা বাংলাদেশ ঘরের মাঠেও ঢাকা টেস্টে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংস মাত্র ২৪ রানে হারায় ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ২৩ রানে হারায় ৪ উইকেট। শুধু এখানেই শেষ না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন শিপের পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে জয়ের সংখ্যাও সবার চেয়ে কম টাইগারদের। মুমিনুলের নেতৃত্বে মাত্র একটি ম্যাচই জিতেছে তারা।
ধারণা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ আরো পরিণত দলে পরিণত হবে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তাসকিন, মিরাজ না খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উভয় টেস্টেই পাওয়া যেতে পারে মিরাজকে। নিজের সেরে উঠা প্রসঙ্গে মিরাজ বলেন, আমি চোটের জন্য খেলতে পারিনি। কিন্তু ভাল রিকোভারি করেছি। বায়জিদ (ফিজিও বায়েজিদুল ইসলাম) ভাই খুব ভালো দেখা-শোনা করেছেন। এখন আল্লাহর রহমতে অনেক ভাল আছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।