ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলা তান্ডব অব্যাহত, নিহত ১৪ হাজার ৫৩৬


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

গাজায় ইসরায়েলি হামলা তান্ডব অব্যাহত, নিহত ১৪ হাজার ৫৩৬

 গাজায় ইসরায়েলি হামলা তান্ডব অব্যাহত, নিহত ১৪ হাজার ৫৩৬

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় টানা ইসরায়েলি হামলার বৃহস্পতিবার ৪৯তম দিন। অবিরাম নৃশংস হামলা ও গণহত্যায় বুধবার পর্যন্তু নিহত হয়েছেন অন্তত ১৪ হাজার ৫৩২ জন। যার মধ্যে ৬ হাজারেরও বেশি শিশু এবং ৪ হাজার নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিহতদের মধ্যে ২০৫ জন ডাক্তার ও চিকিৎসাকর্মী, ২৫ জন অসামরিক প্রতিরক্ষী কর্মী এবং ৬৪ জন সাংবাদিক। আর আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি যার ৭৫ শতাংশেরও বেশি শিশু ও নারী।

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে ১০২টি সরকারী ভবন, ২৬৬টি স্কুল, ৮৫টি মসজিদ ও তিনটি গীর্জা। এছাড়া ১৭৪টি মসজিদ হামলায় মারাত্মক ক্ষতি হয়েছে।

এ ছাড়া ৪৫ হাজার বসতবাড়ি পুরোপুরি ধ্বংস ও ২ লাখ ৩৩ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ইসরায়েলি হামলার কারণে ২৬টি হাসপাতাল ও ৫৫টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়েছে। এ ছাড়া ৫৬টি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি