ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

নেদারল্যান্ডসে সরকার গঠনে ধাক্কা খেল কট্টরপন্থী ভিল্ডার্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

নেদারল্যান্ডসে সরকার গঠনে ধাক্কা খেল কট্টরপন্থী ভিল্ডার্স

 নেদারল্যান্ডসে সরকার গঠনে ধাক্কা খেল কট্টরপন্থী ভিল্ডার্স

 নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী ও ঘোরতর ইসলাম বিরোধী রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স কোয়ালিশন সরকার গঠনে আরেকবার ধাক্কা খেয়েছেন। কাজ চালিয়ে নেওয়ার মতো একটি সরকার গঠনের সম্ভাবনা নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করতে তার নিয়োজিত ব্যক্তিই সোমবার আকস্মিক পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

গোম ফন স্ট্রিয়েনকে গত শুক্রবার অন্যান্য দলের সঙ্গে আলোচনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সোমবার এক বিবৃতিতে স্ট্রিয়েন বলেন, একটি প্রতারণা মামলা চলার খবর সপ্তাহান্তে প্রকাশিত হওয়ার পর তার জন্য এমন দায়িত্ব পালন মানানসই নয়। তিনি অবশ্য কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছেন। স্ট্রিয়েন বলেন,‘দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি খেয়ার্ট ভিল্ডার্স এবং পার্লামেন্টের চেয়ারপারসনকে আমি জানিয়ে দিয়েছি।’

স্ট্রিয়েনের আকস্মিক এই পদত্যাগ ভিল্ডার্সের ফ্রিডম পার্টির জোট সরকার গঠনের জটিলতাকে আবারও সামনে এনেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি