ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বিশ্বে কার্বন ডাই অক্সাইড মুক্ত প্রথম কার্গোশিপ চালু হচ্ছে শিগগির


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

বিশ্বে কার্বন ডাই অক্সাইড মুক্ত প্রথম কার্গোশিপ চালু হচ্ছে শিগগির

বিশ্বে কার্বন ডাই অক্সাইড মুক্ত প্রথম কার্গোশিপ চালু হচ্ছে শিগগির

বিশ্ব সম্ভবত তার প্রথম কার্গো জাহাজ পাওয়ার কাছাকাছি সময়ে রয়েছে যা প্রায় কোন কার্বন ডাই অক্সাইড নির্গত করে না। তবে এ জাহাজটি ২০২৬ সালে যাত্রা শুরু করার পথে রয়েছে। এ প্রকল্পটির সঙ্গে জড়িত একটি নরওয়েজিয়ান সংস্থা বিষয়টি জানিয়েছে। 

এধরনের জাহাজ প্রচলিত জীবাশ্ম জ¦ালানি চালিত জাহাজের তুলনায় ৯৫ শতাংশ কম কার্বন ডাই অক্সাইড নির্গত করবে। 

সার উৎপাদন করে এমন একটি প্রতিষ্ঠান ইয়ারা ইন্টারন্যাশনাল এবং এর অংশীদাররা নতুন এ জাহাজটি ব্যবহার করবে। 

ইয়ারার সভাপতি এবং প্রধান নির্বাহী সোয়েন টোরে হোলসেথার আশা করছেন এধরনের জাহাজ ডিকার্বনাইজেশনের পথে শিপিং শিল্পের জন্য নতুন দিগন্তের সূচনা করবে। 

সোয়েন টোরে হোলসেথার আরো বলেন, এখন সময় এসেছে দীর্ঘমেয়াদী আলোচনা থেকে দূরে সরে এসে নতুন প্রযুক্তি ব্যবহার করার। 

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে, বিশ্বব্যাপী বার্ষিক কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমণের প্রায় ৩% এর জন্য শিপিং  কোম্পানিগুলো দায়ী। 

শিপিং ইন্ডাস্ট্রি তার কার্বন ডাই অক্সাইড নির্গমণ কমিয়ে ২০৫০ এর মধ্যে নেট শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, যার অর্থ বায়ুমণ্ডল থেকে অন্তত যতটা দূষণ নির্গত হয় তা দূর করা হবে। কিন্তু জলবায়ু বিশেষজ্ঞরা এই প্রতিশ্রুতিকে একটি ক্রমবর্ধমান জলবায়ু সংকটের মুখে অত্যন্ত অপ্রতুল বলে সমালোচনা করেছেন।