ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে ১৮০ রানে অলআউট নিউজিল্যান্ড


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে ১৮০ রানে অলআউট নিউজিল্যান্ড

মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে ১৮০ রানে অলআউট নিউজিল্যান্ড

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানের অলআউট হয়েছিলো টাইগাররা। বিপরীতে তৃতীয় সেশনে মাত্র ১২ ওভার ৪ বল খেলে ৫৫ রান তুলে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাঠে নামতে পারেনি দুই দল। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে মাঠে নামতে না পারলেও দ্বিতীয় সেশনে মাঠে নামে শান্ত-মিরাজরা।

শুক্রবার ১২ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল এবং ৭* রান করা গ্লেন ফিলিপস। ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারেননি মিচেল। ১৮ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। ১ রান করে মিচেল স্যান্টানার আউট হলেও, অপর প্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন ফিলিপস। ২০ রান করে জেমিসন আউট হলে, ফিলিপসকে সঙ্গ দেন সাউদি। তবে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন এই ডান হাতি মারকুটে ব্যাটার। ৭২ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ১৪ রানে অধিনায়ক সাউদি আউট হলে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ৮ রানের লিড পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়াও শরিফুল ইসলাম ও নাঈম হাসান দুইটি করে উইকেট শিকার করেন।