ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইইউকে একত্রে কাজ করতে হবে: শি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইইউকে একত্রে কাজ করতে হবে: শি

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন ও ইইউকে একত্রে কাজ করতে হবে: শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং এবং ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বব্যাপী শাসন ও বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই একত্রে কাজ করতে হবে। 

সিএনএন জানায়, বৃহস্পতিবার বেইজিংয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সাথে বৈঠককালে শি জিনপিং বলেন, ‘বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের। এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়নে বৃহত্তর অনুপ্রেরণা প্রদান করতে হবে। আমাদেরকে বিশ্ব শাসনের নেতৃত্ব দিতে হবে এবং এটিকে সমর্থন দিতে হবে।’

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শি জিনপিং উল্লেখ করেন যে বিশ্ব ‘বড় ধরনের পরিবর্তন’ প্রত্যক্ষ করছে।

চীনা নেতা জোর দিয়ে বলেন, চীন এবং ইইউ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে এবং বিশ্বায়নকে সহজতর করতে মূল বাজার হিসাবে কাজ করে।

রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন, ‘চীন-ইউরোপীয় সম্পর্ক সারা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে।’