ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

রাশিয়ার ছোড়া ১৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৪টি ভূপাতিত করলো ইউক্রেন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

রাশিয়ার ছোড়া ১৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৪টি ভূপাতিত করলো ইউক্রেন

রাশিয়ার ছোড়া ১৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৪টি ভূপাতিত করলো ইউক্রেন

এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৮ ডিসেম্বর) ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় করা এ হামলায় এক্স১০১/এক্স৫৫৫ মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ১৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।’

কিয়েভ শহরের কর্মকর্তারাদের মতে, ৭৯ দিনের মধ্যে প্রথমবারের মতো রাজধানীকে ক্রুজ মিসাইলের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল এক বিবৃতিতে বলেন, হামলায় ডিনিপ্রোপেট্রোভস্ক এবং পূর্ব খারকিভ অঞ্চলে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।