ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ভারতের পার্লামেন্ট তৃণমূলের মহুয়া মৈত্র এমপিকে বহিষ্কার 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ এএম

ভারতের পার্লামেন্ট তৃণমূলের মহুয়া মৈত্র এমপিকে বহিষ্কার 

ভারতের পার্লামেন্ট তৃণমূলের মহুয়া মৈত্র এমপিকে বহিষ্কার 

তৃণমূল ওই এমমিকে বহিষ্কার করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নিজেদের রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটি। বলা হয়েছে, মহুয়া যে অবৈধ ভাবে অর্থ নিয়েছেন, তা প্রতিষ্ঠিত সত্য। এমপি হিসাবে তাঁর আচরণ অনৈতিক। সেই কারণে লোকসভা থেকে তাঁকে বহিষ্কৃত করা উচিত। তিনি যে অপরাধ করেছেন, সরকারের তরফে তার আইনি তদন্তও করা দরকার।

আমি ফিরব, শেষ দেখে ছাড়ব: লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর পার্লামেন্টের বাইরে এসে মহুয়া মৈত্র জানিয়েছেন, এই ঘটনার শেষ দেখে তিনি ছাড়বেন। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। 

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খুবই দুঃখজনক। বিজেপি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, ৫৫৭ পাতার রিপোর্ট দিয়ে আধ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হল। ইন্ডিয়া জোটের সবাই এর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে। জোটের ঐক্যবদ্ধ রূপ সামনে এসেছে।’