ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

আন্তর্জাতিক নারী ক্রিকেট থেকে ভারতের মিতালির অবসর 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ জুন, ২০২২, ০৫:০৬ পিএম

আন্তর্জাতিক নারী ক্রিকেট থেকে ভারতের মিতালির অবসর 

আন্তর্জাতিক নারী ক্রিকেট থেকে ভারতের মিতালির অবসর 

নারীদের ক্রিকেটে ২৩২ ওয়ানডে ম্যাচ খেলে ৭ হাজার ৮০৫ রান করেছেন ভারতীয় ব্যাটার মিতালি রাজ। যা আন্তর্জাতিক ওয়ানডেতে কোন নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারীর স্থানে বসিয়েছে তাকে। 

মিতালির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০৪ সালে মাত্র ২২ বছর বয়সে ভারতের ওয়ানডে দলের দায়িত্ব নেন তিনি। তার নেতৃত্বে ৫টি বিশ্বকাপ খেলেছে ভারত। পাশাপাশি দীর্ঘ ১৮ বছরে ভারতের নারীদের ১৫৫ খেলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডেতে ৫০.৬৮ গড়ে ব্যাট করা এই ব্যাটার শতক হাকিয়েছেন ৭টি ও অর্ধশতক করেছেন ৬৪টি।

নিজের অবসরের কথা টুইটারে জানিয়ে মিতালি লিখেন, ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম, ভারতের নীল জার্সি পরব বলে। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের। যাত্রাপথে বেশিরভাগ সময়টাই ভালো ছিল আমার জন্য। খুব কম সময়েই তিক্ত অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে আলাদা ছিল। অধিনায়কত্বের সময় আমার জীবনে সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ এবং উপভোগ্য ছিল। সব যাত্রাই এক দিন শেষ হয়। আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। যত বারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা সারা জীবন মনে রাখব। মনে হচ্ছে, এখন ক্রিকেট জীবন শেষ করার সেরা সময়। আমাদের দল কিছু তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের হাতে সুরক্ষিত রয়েছে। নারী ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।