ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

ইউরোপীয় সভ্যতা ও ইসলামী সংস্কৃতির মধ্যে প্রভেদ রয়েছে: ইতালি প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

ইউরোপীয় সভ্যতা ও ইসলামী সংস্কৃতির মধ্যে প্রভেদ রয়েছে: ইতালি প্রধানমন্ত্রী

ইউরোপীয় সভ্যতা ও ইসলামী সংস্কৃতির মধ্যে প্রভেদ রয়েছে: ইতালি প্রধানমন্ত্রী

ইতালিতে শুরু হয়েছে ৪ দিনব্যাপী রক্ষণশীল রাজনীতির উৎসব। অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ঋষি সুনাক, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইডি রামা, স্পেনের রক্ষণশীল নেতা সেনটিগো এবাসডেল ও ইলন মাস্ক। 

অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেন, ইউরোপীয় সভ্যতা ও ইসলামী সংস্কৃতির মধ্যে প্রভেদ রয়েছে। একটি আরেকটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইউরোপীয় সভ্যতা রক্ষায় আমাদের আরো কাজ করতে হবে। ইসলামের শরীয়া আইনের বিষয়গুলোকে অর্থায়ন করে সৌদিআরব। ইতালিতে এই প্রতিষ্ঠানগুলো সমস্যার সৃষ্টি করছে। এই বিষয়গুলোতেও ইউরোপীয় নেতৃত্বের এখন নজর দিতে হবে। 

অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, ইতালির সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাকে অবশ্যই রক্ষা করতে হবে। এজন্য যা করার প্রয়োজন তা করতে হবে।

অনুষ্ঠানে ঋষি সুনাক বক্তব্য রাখেননি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি