এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম
ডানপন্থী ইসলাম বিরোধী র্যালিতে সুইডেনে তৃতীয় দিনের মতো চলছে সহিংসতা
শুক্রবার সুইডেনের পুলিশ ইসলাম বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠি স্ট্রাম কুরসের সমাবেশ সরিয়ে নিয়ে যাওয়ার পর শনিবার রাতে দক্ষিণ সুইডেনে আবার অস্থিরতা ছড়িয়ে পড়ে। তারা নতুন একটি স্থানে কোরআন পোড়ানোর পরিকল্পনা করে। দ্য গার্ডিয়ান
সুইডিশ পুলিশ বলেছ, দক্ষিণাঞ্চলীয় শহর ল্যান্ডসক্রোনায় সংঘর্ষ হয়েছে। প্রায় ১০০জন যুবক পাথর ছুঁড়েছে, গাড়ি, টায়ার ও ডাস্টবিনে আগুন দিয়েছে এবং সড়কে যান চলাচলে বাধা দিতে ব্যারিকেড তৈরি করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখনো উত্তেজনা রয়ে গিয়েছে। এপি
সুইডেন পুলিশের মুখপাত্র কিম হিল্ড শনিবার বলেছেন, পুলিশ ল্যান্ডসক্রোনায় বিক্ষোভে নিষেধাজ্ঞা দেয় নি কারণ সুইডেন বাক-স্বাধীনতাকে মূল্য দেয়। তবে সন্ধ্যার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করতে বাধ্য হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ওরেব্রোর কেন্দ্রীয় শহর স্ট্রাম কুরসে কোরআন পোড়ানোর পরিকল্পনার আগে বিক্ষোভকারী এবং পাল্টা-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১২জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং পুলিশের চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার থেকে সুইডেনের স্টকহোম, লিংকোপিং এবং নররকোপিং শহরেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।
২০১৭ সালে সুইডেনের নাগরিকত্ব থাকা ডেনিশ আইনজীবী রাসমাস পালুদান স্ট্রাম কুরস দল প্রতিষ্ঠা করেন। দলের ওয়েবসাইটে অভিবাসন-বিরোধী এবং ইসলাম বিরোধী এজেন্ডা রয়েছে এবং বলা হয়েছে ‘স্ট্রাম কুরস ডেনমার্কের সবচেয়ে দেশপ্রেমি রাজনৈতিক দল’।