ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন কোভিড আক্রান্ত 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন কোভিড আক্রান্ত 

নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন কোভিড আক্রান্ত 

শুক্রবার (১০ জুন) থেকে শুরু হতে যাওয়া নটিংহ্যাম টেস্টে উইলিয়ামসন পাচ্ছে না নিউজিল্যান্ড। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আর ডান হাতি এই ব্যাটসম্যানের বদলে দলে আনা হয়েছে হামিশ রাদারফোর্ডকে।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডের নিয়মানুসারে তাকে আইসোলেশনে থাকতে হবে পাঁচ দিন। যে কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসলে সিরিজ খুইয়ে বসবে দলটি। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে উইলিয়ামসনের ছিটকে যাওয়া নিয়ে দুঃখই ঝরল কোচ গ্যারি স্টিডের কণ্ঠে। বললেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেনকে এভাবে হারালাম আমরা, বিষয়টা লজ্জার।