ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

রণবীর কাপুরের নামে মামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

রণবীর কাপুরের নামে মামলা

রণবীর কাপুরের নামে মামলা

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা! 

জানা যায়, সম্প্রতি রণবীরের বড়দিন উদযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। বড়দিন উপলক্ষে কাপুর পরিবারে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের অন্যান্যদের সঙ্গে মেয়ে রাহাকে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া এবং রণবীর। ভিডিওতে দেখা যায় রণবীর একটি কেকের উপর মদ ঢেলে আগুন ধরাচ্ছেন। সঙ্গে তাদের সকলকে ‘জয় মাতাজি’ বলতে শোনা যায়।

এই ভিডিও ভাইরাল হতেই ক্ষেপেছেন অনেকে। তাদের মতে, অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাই বুধবার (২৭ ডিসেম্বর) সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি মুম্বাইয়ের একটি থানায় রণবীরের নামে অভিযোগ দায়ের করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি