ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

সত্যজিতের বায়োপিকে আমির খান?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২ পিএম

সত্যজিতের বায়োপিকে আমির খান?

সত্যজিতের বায়োপিকে আমির খান?

ছরের শেষে সময়ে এসে একটি ছবির মাধ্যমে সামাজিকমাধ্যমে হইচই ফেলে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান। যেখানে তার পরনে কালো মোটা ফ্রেমের চশমা, মুখে পাইপ। চেহারা ছাপিয়ে ধুম্ররাশি ছুটছে নিজস্ব গতিতে। 

আমির খানের এমন লুক বাঙালিদের কাছে খুব একটা অচেনা মনে হওয়ার কথা নয়! কারণ সেটা যার জন্য, তিনি সত্যজিৎ রায়।

সম্প্রতি আমির খানকে নিয়ে এক নতুন ফটোশুট করেছেন অবিনাশ গোয়ারিকার। সেই ফটো সিরিজ থেকেই শনিবার (৩০ ডিসেম্বর) একটি ছবি শেয়ার করেছিলেন। ব্যস, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুয়ে দুয়ে চার করতে দেরি করেননি।

কমেন্ট বক্সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন? সেই প্রশ্নের উত্তর অধরা থাকলেও সামাজিকমাধ্যম কিন্তু মিস্টার পারফেকশনিস্টের নতুন লুকে দারুণ মজেছে।

সেই ফটোগ্রাফারও ক্যাপশনে কৌতূহল জিইয়ে রাখলেন। আমিরের ছবি শেয়ার করে অবিনাশ লেখেন, প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং। একটা দারুণ জিনিস আসতে চলেছে।

এদিকে, আমির খান নাকি এখন প্রতিদিন ১ ঘণ্টা করে ক্লাসিক্যাল গানের রেওয়াজ করছেন। শুধু তাই নয়, স্বনামধন্য ক্ল্যাসিকাল গায়কের কাছ থেকে তালিমও নিচ্ছেন নিয়ম করে। সম্ভবত শখের জন্যই ক্লাসিক্যাল গানের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

২০২৩ সালে ক্যারিয়ার খুব একটা ভালো যায়নি আমির খানের। ২০২২ সালে তার বহু প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়তেই অন্তরালে চলে গিয়েছেন অভিনেতা! লাইম লাইট থেকে দূরে থাকাই এখন তার পছন্দের। এমনকী মেয়ে ইরা খানের প্রাক বিবাহ অনুষ্ঠানেও আমিরকে খুব একটা দেখা যাচ্ছে না। সূত্র: ইন্ডিয়া টুডে

মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করেছেন আমির খান। এখন আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তার মাঝেই ডুবে রয়েছেন ক্ল্যাসিক্যাল গানে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি