ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

রামমন্দির ভারতীয় মুসলমানদের জন্যে অপমানকর: পাকিস্তান 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:১৫ এএম

রামমন্দির ভারতীয় মুসলমানদের জন্যে অপমানকর: পাকিস্তান 

সোমবার অযোধ্যায় মন্দির উদ্বোধনকে ভারতের জন্যে নতুন যুগের সূচনা বলে ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  পাকিস্তান এই জাঁকজমক উদ্বোধনের নিন্দা করেছে এবং এটাকে ‘সংখ্যাগুরুর একাধিপত্য প্রতিষ্ঠার প্রতীক ও ভারতীয় মুসলমানদের জন্যে অপমানকর বলে বর্ণনা করেছে’। 

পাকিস্তানের ডন অনলাইন আরও জানায়, নরেন্দ্র মোদি দেশি-বিদেশি সাত হাজার অতিথির উপস্থিতিতে যে স্থানে সোমবার মন্দিরের উদ্বোধন ও রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন সেখানে ষোড়শ শতাব্দিতে নির্মিত বাববি মসজিদ ছিল যেটি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদীদের  হামলায় ধ্বংস হয়।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, আগামী দিনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরা শাহি ইদগাহ মসজিদেরও ‘পরিণতি’ হতে পারে বাবরি মসজিদের মতো। ভারতীয় মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ভাবে ‘প্রান্তিক’ পরিণত করার উদ্দেশ্যেই এমন কার্যকলাপ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে ভারতের ধর্মীয় সংখ্যালগু সম্প্রদায় ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে।