ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

এশিয়া কাপজয়ী জিসানকে দলে ভেড়ালো চট্টগ্রাম


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পিএম

এশিয়া কাপজয়ী জিসানকে দলে ভেড়ালো চট্টগ্রাম

এশিয়া কাপজয়ী জিসানকে দলে ভেড়ালো চট্টগ্রাম

বিপিএলে চলতি আসর ঢাকা দ্বিতীয় পর্ব শেষে মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪টি ম্যাচ খেলবে। বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটিকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে আরো ২-৩টি ম্যাচ জিততে হবে। দল ভারী করতে চট্টগ্রাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হিটার ব্যাটসম্যান জিসান আলমকে দলে ভিড়িয়েছে।

রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। জিসানকে তারা বিপিএলের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য স্বাক্ষর করিয়েছে। ১৯ বছর বয়সী এই ওপেনার বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে।

ইতোমধ্যে জিসান ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। তবে এখনও টি-টোয়েন্টিদে তার অভিষেক হয়নি। বিপিএল দিয়ে ফরম্যাটটিতে প্রথমবার খেলতে দেখা যেতে পারে জিসানকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও লাল-সবুজের জার্সির প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার। যেখানে এক ফিফটিতে তিন ম্যাচে জিসান ওপেনিংয়ে নেমে করেছেন ৮৮ রান এবং বল হাতে নিয়েছেন একটি উইকেট। এর আগে বাংলাদেশের হয়ে যুব এশিয়া কাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।