এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম
ইনজুরির কারণে ফিলিস্তিনের বিপক্ষে খেলা হচ্ছে না মোরসালিনের
জাতীয় দল কিংবা ক্লাব জার্সিতে বারবার নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশের তারকা ফুটবলার মোরসালিন। হেড কোচের প্রাথমিক তালিকায় আছেন তিনি। দলের সঙ্গে তার সৌদি আরব বা কুয়েত যাওয়া অনিশ্চিত। ইনজুরি ভোগাচ্ছে তরুণ এই তারকাকে। ফলে ফিলিস্তিনের বিপক্ষে খেলা হচ্ছে না মোরসালিনের।
এদিকে, সৌদি আরবে ক্যাম্প চলার সময় দেশ বা স্থানীয় ক্লাবের সঙ্গে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ইনজুরি এখন তার বড় শত্রু। ক্লাবের ক্যাম্পে আছেন, চলছে মাঠে ফেরার লড়াই। কোচের ৩৫ জনের প্রাথমিক তালিকায় রয়েছে মোরসালিন। তবে শারীরিক পরিস্থিতি বলে দিবে ফিলিস্তিনের বিপক্ষে সৌদি আরব আর কুয়েত মিশনে তিনি দলের সঙ্গী হবেন কি না।
প্রথম লেগ খেলার মতো অবস্থা নেই তারিক কাজীরও। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ লিগের প্রথম লেগের শেষ রাউন্ডের ম্যাচ। এরপরই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন। তবে সৌদি আরব যাবেন ২৬ থেকে ২৮ ফুটবলার। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে, সৌদি আরবে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। -চ্যানেল২৪
১ অথবা ২ মার্চ রাতে সৌদি আরব রওনা হবে বাংলাদেশ দল। ১৭ মার্চ যাবে কুয়েত। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ। ফিরতি লেগ ২৬ মার্চ ঢাকায়।