ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ( সিএসই) বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের লেখক মোহাম্মদ ফকর উদ্দিন মানিক'কে  সভাপতি এবং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রভাষক আল বশিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

শুক্রবার উপস্থিত সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি ঘোষণা করেন গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক, জবির সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে পিএইচডি গবেষক আনোয়ার  আবির ।

কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রায়হানুল করিম মিলন , সহ-সভাপতি হিসেবে মেহেদী হাসান রাজু, আল আমিন হোসেন , আনোয়ার আবির, জিলানী খন্দকার, সুস্মিতা দাস, শাহ জালাল হৃদয়, আব্দুল্লাহ আল মামুন, সিব্বির আহমেদ, নায়েম নেয়ামতুল্লা ফরাইজি, লোপা ইয়াসমিন, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম রাসেল, নাসির উদ্দিন হৃদয়, আসাদ সুমন ও জাকির হোসেন মনোনীত হয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রিয়াদ, বেলাল হোসেন, নাজমুল হোসাইন, মেহেদী হোসেন, নাজিহা রহমান মোহনা, নাইমুর রহমান দূর্জয়, কাজী ফয়েজ আহমেদ, রাকিবুল ইসলাম অন্তর, আব্দুস সামাদ, মোঃ ইউসুফ, কৃষ্ণ কামাল রয়, সায়েদা তাসমিয়া আলভী, পার্থ ঘোষ, সুব্রত হালদার, সুমন রয় ও মুন এম রাজিব মনোনীত হয়েছেন। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আহনাফ শাহরিয়ার সাবাব, মেহেদী হাসান শিশির, নাজিম উদ্দীন, মাহাদ্দিদ আলাভী, আব্দুল্লাহ রেজোয়ান বিশাল, জাকির হোসেন, রাকিব হোসেন, খায়রুল ইসলাম বাদল, ইমতিয়াজ আহমেদ রিটন, মাহবুবুর রহমান, ফাহিমা হোসেন মিন্ডা, মোঃ সুমন, আনিসুজ্জামান সানি ও নাঈম মোঃ বাবর। 

কমিটিতে এস এম অলিউল্লাহ সাব্বির কোষাধ্যক্ষ, আব্দুল করিম ও রিয়াদ হোসেন সহকারী কোষাধ্যক্ষ,  সুকান্ত নন্দী দপ্তর সম্পাদক ও মোঃ পিয়াস খান সহ-দপ্তর সম্পাদক, মোঃ জুবায়ের কবির প্রচার সম্পাদক ও এস এম আফ্রাদ সহ-প্রচার সম্পাদক, প্রোগ্রামিং সম্পাদক আতিকুর রহমান অনিক, সহ-প্রোগ্রামিং সম্পাদক সাদমান আহমেদ ও সিদ্ধার্থ  রয়, আইসিটি প্রজেক্ট সম্পাদক মাহাদি হাসান সৌরভ, সহ-আইসিটি প্রজেক্ট সম্পাদক ছন্দন দেবনাথ, আইটি সম্পাদক মেহরাব হোসেন মাহি, সহ - আইটি সম্পাদক আল আমিন হোসেন, জনসংযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ জনসংযোগ সম্পাদক মোঃ তানভীর আলম, নেটওয়ার্কিং সম্পাদক সৌরভ চন্দ্র দাস, সহ নেটওয়ার্কিং সম্পাদক জুলফিকার আলী, ওয়েব ডেভেলপমেন্ট সম্পাদক সুদীপ্ত কুমার মন্ডল ও সহ ওয়েব ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ রেদোয়ান আহমেদ। 

এছাড়াও ক্রীড়া সম্পাদক হিসেবে নাজমুস সাকিব,সহ- ক্রীড়া সম্পাদক পদে মোঃ সুমন, আসিফ রেজা ও আতাউর রহমান,  সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জয়, সহ - সাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া বন্যা, ধর্ম বিষয়ক  সম্পাদক মাহবুব আলম সোহাগ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক যথাক্রমে তৃষ্ণা মন্ডল ও কয়েস প্রত্যয় অরোরা,  শিক্ষা বিষয়ক সম্পাদক তামান্না তাবাসসুম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, আন্তর্জাতিক সম্পাদক সোহাগ হাসান, সহ - আন্তর্জাতিক  সম্পাদক সুমন রয়, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তানজীনা প্রীতি, সহ-গবেষণা - প্রকাশনা সম্পাদক যথাক্রমে আলামিন তালুকদার ও নুরুল আমিন নাহিদ আছেন।

 পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এম.এ.এম সুমন, মোঃ জিসান মেহবুব, ওয়াসেক ফয়সাল, এমরান খান, সায়েদ মোস্তাকিম বিল্লাহ, রাসেদুজ্জামান রাসেদ, মোঃ আসলাম হোসেন, নাইমুল পাঠান, সিদ্ধার্থ জয়, মোঃ রাহাত হাসান, সজিব উজ্জামান, মাইশা মুনতাহা, কামরান হাসান, রাবেয়া খাতুন, রিফাত রহমান, মাকসুদা ওনি ও আহাদ আদিল ।