ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় নিহত ২০ আহত ৭৩

এই প্রথম ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালাল রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় নিহত ২০ আহত ৭৩

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

ইউক্রেনে গত দুই বছরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসায় এখন পর্যন্ত রাশিয়া যত আঘাত হেনেছে সেসবের মধ্যে গতকালের এ হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ১১ টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

সামরিক পরিভাষায় এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডাবল ট্যাপ হামলা’ বলা হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডাবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

অ্যাভেরিনা আরও বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

দ্বিতীবারের ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘কাপুরুষতার ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করে বলেছেন, ধ্বংসস্তূপের নীচে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারে তল্লাশি চলছে।  খবর পার্সটুডের