ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

অজিদের বিরুদ্ধে নাটকীয় জয়! ডেথ ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জুন, ২০২২, ০২:০৬ পিএম

অজিদের বিরুদ্ধে নাটকীয় জয়! ডেথ ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার

অজিদের বিরুদ্ধে নাটকীয় জয়! ডেথ ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার

একদিকে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচল, অন্যদিকে টি২০ ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে শেষ বলে ম্যাচ জেতান দাসুন শানাকা (AUS vs SL)। সঙ্গে গড়েন বিশ্ব টি২০ ক্রিকেটের ইতিহাসে ডেথ ওভারে (১৭-২০) সবচেয়ে বেশি রান করার নজির।

এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। সিরিজ আগেই পকেটে পুরেছিল অস্ট্রেলিয়া। তবে অজিদের (Australia) সামনে ছিল হোয়াইট ওয়াশ করার সুযোগ। সেই সুযোগে জল ঢেলে দেন শানাকা (Dasun Shanaka)। টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০ ওভার শেষে অজিরা তোলে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান।

এই বিশাল রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে শ্রীলঙ্কান (Sri Lanka) ব্যাটসম্যানেরা। একটা সময় এমনও পরিস্থিতি দাঁড়ায় যেখানে শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৬৫ রান। জেতা প্রায় অসম্ভব মনে হতে থাকে। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন শানাকা।

 তাঁর বিধ্বংসী ইনিংসের জোরে ম্যাচ যেতে শ্রীলঙ্কা। ১৮ তম ওভারে শ্রীলঙ্কা তোলে ২২ রান, ১৯ তম ওভারে ১৮ রান। শেষ চার বলে প্রয়োজন ছিল ১৯ রান। সেখান থেকে দুটি চার, একটা ছয় ও সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান শানাকা। তাঁর ২৫ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংসের জোরে শেষ ম্যাচে জয় ভারতের প্রতিবেশী রাষ্ট্রের।

ডেথ ওভারে ৬৫ রান তাড়া করে জেতার নজির গড়ল শ্রীলঙ্কা। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ডেথ ওভারে ৫৭ রান তাড়া করে জিতেছিল। আরও একটি রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। শেষ তিন ওভারে একটিও ডট বল খেলেনি শ্রীলঙ্কা।খবর দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে